নিজস্ব প্রতিনিধি,শেওড়াফুলি-সরকারি বিভিন্ন প্রকল্পের প্রয়োজনে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিংক খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা করতে গিয়ে সাধারণ মানুষকে প্রতিনিয়ত সমস্যায় পড়তে হচ্ছে। এই সমস্যার সমাধানে বৈদ্যবাটি তে শুরু হলো সহজতর সমাধান।বৈদ্যবাটি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তথা হুগলি জেলা তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি সুবীর ঘোষের উদ্যোগে ১০ নম্বর ওয়ার্ডের রাজ মাঠে শুরু হলো আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করানোর ব্যবস্থা। সুবীর ঘোষ জানান গুরুত্বপূর্ণ এই কাজটি করার জন্য তার ওয়ার্ডের বাসিন্দাদের বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে, তাদের পাশে থাকতেই এই ব্যবস্থা। এর ফলে সাধারন মানুষের অযথা হয়রানি কমবে। স্থানীয় বাসিন্দা অসীম দাস জানান আধারের সাথে মোবাইল নম্বর সংযোগের জন্য বেশ কিছুদিন ধরে এখানে সেখানে ঘুরছিলাম যা এই ক্যাম্পে এসে সহজেই সমাধান হলো। স্বাভাবিকভাবেই পুর প্রশাসক মন্ডলীর সদস্যর এই ভূমিকায় খুশি স্থানীয় বাসিন্দারা।
Views: 276