নিজস্ব প্রতিনিধি,শেওড়াফুলি-হুগলি জেলার বিভিন্ন প্রান্তে থিম ভাবনায় বাগদেবীর আরাধনায় উদ্যোক্তারা, সেই ভাবনায় নজর কাড়লো বৈদ্যবাটির কাজীপাড়ার আমরা সবাই ক্লাব l সম্প্রীতির বার্তা দিতে বুধবার সকালে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ মিলিত হলো দেবীর আরাধনায়l
পুজোর রীতি মেনে পুষ্পাঞ্জলি, হাতেখড়ির মধ্যে দিয়ে পুরোহিতের মন্ত্র উচ্চারণে দেবীর বন্দনায় মিলিত হলো সদস্যরা,একই সাথে এদিনের অনুষ্ঠানে পূজা প্রাঙ্গণে পড়ুয়াদের হাতে শিক্ষা সামগ্রী অর্থাৎ খাতা, পেন, পেন্সিল,বই,ব্যাগ তুলে দিয়ে দেওয়া হলো সামাজিক বার্তা l
এদিনের অনুষ্ঠানে চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটির পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো, উপ পুরপ্রধান শান্তনু দত্ত, পুরপারিষদ সুবীর ঘোষ, সমর বাগচী, পুরসদস্য প্রবীর পাল, শতরূপা চক্রবর্তী সহ উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টরা। পুরপারিষদ সুবীর ঘোষ জানান সরস্বতী হলো বিদ্যার দেবী, সেই দেবীর বন্দনায় পড়ুয়াদের জাতি, ধর্ম বলে আলাদা কিছু নেই। মায়ের আশীর্বাদে সকলেই এগিয়ে যাবে ভবিষ্যতের লক্ষ্যে, স্বাভাবিকভাবেই এই ক্লাবের উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়, যা সমাজকে নতুন কিছু বার্তা দেবে। স্বাভাবিকভাবেই এই উদ্যোগে খুশিস্থানীয় বাসিন্দারাও।
Views: 1315