নিজস্ব প্রতিনিধি,হাওড়া-দিল্লির পরে এবার কলকাতা, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রাজভবন অভিযানে সামিল হল হুগলির জয়হিন্দ বাহিনীর কর্মীরা l বৃহস্পতিবার সকালে জয়হিন্দ বাহিনীর হুগলি জেলা সভাপতি সুবীর ঘোষের নেতৃত্বে কয়েকশো কর্মী এই অভিযানের সামিল হয়। গত সোমবারই দিল্লিতে ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে আন্দোলনে সামিল হয় বাংলা থেকে কয়েক হাজার কর্মী l কিন্তু দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে সর্বভারতীয় তৃণমূলের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবন কর্মসূচির ঘোষণা করেন,সেইমত অংশগ্রহণ করেন কয়েক হাজার কর্মী l
জয়হিন্দ বাহিনীর হুগলি শাখার কর্মীরা সেই অভিযানে সামিল হয়ে বিক্ষোভ দেখান। যদিও রাজ্যপাল সিভি আনন্দ বোস উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে চলে যাওয়ায় তীব্র ক্ষোভ দেখিয়েছেন কর্মীরা। জয়হিন্দ বাহিনীর হুগলির সভাপতি সুবীর ঘোষ জানান কেন্দ্রীয় সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য অন্যায় ভাবে গরীব মানুষের ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে, একইভাবে বঞ্চিত করছে আবাস যোজনা প্রকল্প। আমরা চাই অবিলম্বে কেন্দ্রীয় সরকার বিষয়টি ভাবুক, তা না হলে আমাদের আন্দোলন আগামী দিনের তীব্রতর হবে।
Views: 71