নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া-অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় বেধরক মারধরের অভিযোগ উঠলো এক ব্যাক্তিকে। ছেলেকে বাঁচাতে গিয়ে প্রহৃত হলেন মা এবং কাকিমা। সোমবার রাতে চুঁচুড়ার কাপাসডাঙ্গা এলাকার ঘটনা । আক্রান্ত ব্যাক্তির নাম পার্থসারথি সেন(৪২)। ঘটনায় পার্থসারথির মা জ্যোৎস্না সেন এবং কাকিমা রত্না সেনও দুষ্কৃতিদের হাতে প্রহৃত হন।অভিযোগ এই এলাকায় তৈরী হচ্ছে একটি নতুন বাড়ি। নির্মীয়মান সেই বাড়িতে বেশ কিছুদিন ধরেই সমাজ বিরোধীদের আখড়া হয়ে উঠেছে। শুধু মদ্যপান নয়, ওই বাড়িতে রীতিমতো মধুচক্র হয় বলে স্থানীয়দের অভিযোগ । তবে ভয়ে সেভাবে কেউ প্রতিবাদ করতে পারেনি। সোমবার রাতে পার্থসারথি কাজ থেকে বাড়ি ফিরে দেখেন বাড়ির গেটে অচেনা সাইকেল রাখা রয়েছেlপার্থবাবু ওই নির্মীয়মান বাড়িতে গিয়ে সেখানে থাকা ব্যক্তিদের মদ্যপান ও গালিগালাজের প্রতিবাদ করায় তাঁকে বেধরক মা্রধর শুরু করে বলে অভিযোগ। পার্থকে নির্মীয়মান বাড়িতে রাখা ইট দিয়ে মারা হয়। ছেলেকে বাঁচাতে গিয়ে প্রহৃত হন মা জ্যোৎস্নাদেবী ও কাকিমা রত্নাদেবী। খবর পেয়ে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। এরপরই চম্পট দেয় দুষ্কৃতিরা। অভিযোগ তৃণমূলের দখলে থাকা ওই ওয়ার্ডের তৃণমূল নেতা এলেও তিনি সেভাবে ঘটনার প্রতিবাদ করেন নি। এদিন রাতেই এবিষয়ে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন পার্থসারথিবাবু।
Views: 205