নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া-কয়েকদিন ধরেই যেন প্রতিক্ষা চলছিল, সেঞ্চুরি কবে হবে। সোমবার সপ্তাহের প্রথম দিনই অপেক্ষার অবসান ঘটলো। পেট্রোলের দাম ১০০ পার করে সেঞ্চুরি করলো। হুগলির চুঁচুড়ার একটি পেট্রোল পাম্পে তারই প্রতিবাদ হল সাধারন মানুষকে মিষ্টিমুখের মধ্যে দিয়ে। পেট্রোলের দাম হল লিটার প্রতি ১০০.২৪ টাকা। এরই প্রতিবাদে হুগলী জেলা তৃণমূল লিগাল সেলের কর্মীরা মিষ্টিমুখের মাধ্যমে প্রতিবাদ জানালো কেন্দ্রীয় সরকারকে,একইসাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিকৃতিতে আগুন জ্জ্বালিয়ে পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করা হলো।সেলের প্রাক্তন সভাপতি তথা আইনজীবি মলয় মজুমদার জানান ক্রিকেটার শচীন তেন্ডুলকর কিংবা অনান্য ক্রিকেটাররা সেঞ্চুরি করলে আমরা আনন্দ করি তেমনই প্রধানমন্ত্রী আজ সেঞ্চুরি করেছেন তাই আমাদের এই মিষ্টিমুখের আয়োজন। যদিও এখন দেখার সেঞ্চুরি পার করা এই পেট্রোল কি এইভাবেই ব্যাট চালিয়ে খেলবে নাকি আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরবে তারই অপেক্ষায় আমজনতা।
Views: 657