নিজস্ব প্রতিনিধি, তারকেশ্বর-কোভিড সংক্রমণ কিছুটা নিম্নমুখী হওয়ায় হুগলির তারকেশ্বরের মন্দির ফের খুলতে চলেছে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে। গত ৯ মে থেকে উর্ধমুখী সংক্রমনের কারণে ভক্তদের জন্য মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়।ইদানিংকালে সরকার বিধিনিষেধে কিছুটা শিথিলতা দেওয়ায় মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত। কোভিড বিধি মেনেই বৃহস্পতিবার থেকে ভক্তরা মন্দির দর্শন করতে পারবেন,যদিও গর্ভগৃহে কেউ প্রবেশ করতে পারবেন না। বাইরে থেকেই চোঙার মাধ্যমে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে পারবেন ভক্তরা। প্রতিদিন সকাল ৭ টা থেকে বেলা ১২টা পর্যন্ত মন্দির খোলা থাকবে বলে জানিয়েছেন মন্দিরের মোহন্ত মহারাজ। মন্দির কর্তৃপক্ষের সিধান্ত্বে খুশি স্থানীয় ব্যবসায়ী থেকে ভক্তরা।
Views: 522