নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শারীরিকভাবে অক্ষমদের ভাইফোঁটা দিলেন বোনেরা l হুগলির শ্রীরামপুরে চেশেয়ার হোমস এই অনুষ্ঠানের আয়োজন করে রমেশ চন্দ্র দেব স্মৃতি রক্ষা কমিটিl যে অনুষ্ঠানে মিশন কর্তৃপক্ষের পাশাপাশি উপস্থিত ছিলেন শ্রীরামপুর ও বৈদ্যবাটির পুরপ্রধান গিরিধারী সাহা, পিন্টু মাহাতো, অভিনেত্রী এলফিনা সহ বিশিষ্টরা l
সিস্টার জয়ন্তী জানান এই ধরনের অনুষ্ঠানে এখানকার আবাসিকরা খুবই আনন্দিত l শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা জানান ভাইফোঁটার এই বিশেষ দিনে এখানকার আবাসিকদের জন্য এই ধরনের অনুষ্ঠানের আয়োজন খুব ভালো উদ্যোগ l উদ্যোক্তা সংস্থার পক্ষে নান্টু দেব জানান প্রতিবছরের মতোই তাদের এই উদ্যোগ l বিশেষ দিনে ভাই বোনের মেলবন্ধনে তাদের এই ভাবনাl
Views: 20