নিজস্ব প্রতিনিধি কোন্নগর-শুরু হলো হুগলি জেলার অন্যতম কোন্নগর বইমেলা ও পুষ্প প্রদর্শনী, শনিবার বিকালে কোন্নগরের কালিতলা মাঠে যার আনুষ্ঠানিক সূচনা করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় l এক পদযাত্রা দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিশিষ্টদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ হয়ে উঠেছে জমজমাট lপ্রতিদিন দুপুর তিনটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে এই মেলা, আগামী ১৪ ই জানুয়ারি পর্যন্ত হতে চলা এই মেলায় রয়েছে প্রায় ষাটটি স্টলl একই সাথে বিভিন্ন রঙের ফুলের প্রদর্শনীতে সেজে উঠেছে মেলা প্রাঙ্গণ l
এদিনের অনুষ্ঠানে সাংসদ কল্যাণ ব্যানার্জি ছাড়াও উপস্থিত ছিলেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল, বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো,কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন কুমার দাস সহ পুরসভার অন্যান্য সদস্যরা l
সাংসদ কল্যাণ ব্যানার্জি তাঁর বক্তব্যে তুলে ধরেন বই পড়ার প্রয়োজনীয়তার কথা, তিনি মনে করেন যুগ বদলের সাথে আধুনিকতার ছোঁয়া লাগলেও বই একমাত্র প্রকৃত শিক্ষা দিতে পারে l
পুরপ্রধান স্বপন দাস তুলে ধরেন দীর্ঘদিনের এই মেলার গুরুত্ব, একই সাথে তাঁর আবেদন বইমেলা থেকে অন্তত একটি বই কিনুন l
Views: 29