নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-ঐতিহাসিক শহর শ্রীরামপুর,যার অনেক স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শহরের বিভিন্ন প্রান্তে। তারই মধ্যে অন্যতম মাহেশের “নেতাজি ভবন”, যার অপর নাম “গোপাল দাস নাগ মঞ্চ”। শ্রীরামপুরের গুরুত্বপূর্ণ ভবন সময়ের সাথেই নষ্ট হয়ে যায়। সেই ভবন তৈরি হয়েছে নতুন রূপে, যার প্রথম ও দ্বিতীয় তলা বাণিজ্যিক রূপে ব্যবহার হলেও তৃতীয় তলা ব্যবহার হবে প্রেক্ষাগৃহ রূপে। শনিবার যার আনুষ্ঠানিক সূচনা করলেন শ্রীরামপুর পুরসভার প্রশাসক গৌরমোহন দে। একইসাথে কয়েক হাজার স্কোয়ার ফুটের এই ভবন নতুন রূপে সাজানোর কাজ শুরু হলো যা আগামী কয়েক মাসের মধ্যে সম্পন্ন হবে এবং তারপরে বিভিন্ন অনুষ্ঠানের জন্য খুলে দেওয়া হবে এই ভবন। পুর প্রশাসক গৌরমোহন দে জানান শ্রীরামপুরের রূপকার কেষ্ট মুখোপাধ্যায়ের দীর্ঘদিনের স্বপ্ন ছিল গোপাল দাস নাগ নামাঙ্কিত এই নেতাজি ভবন নতুন চেহারায় ফিরুক, সেই স্বপ্ন সফল করতেই পুরসভার এই উদ্যোগ, যার সুফল পাবে শ্রীরামপুরবাসী। এদিনের এই অনুষ্ঠানে পুর প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন পুর প্রধান অমিয় মুখোপাধ্যায়, উপ প্রশাসক উত্তম নাগ, প্রশাসক মন্ডলীর সদস্য গিরিধারী সাহা, জয়দীপ মুখার্জি, সন্তোষ সিং, সুপ্রীতি মুখার্জি কো-অর্ডিনেটর ঝুম মুখার্জি, মিলন মুখার্জি,শান্তনু গাঙ্গুলি,তিয়াসা মুখার্জি,তাপস মৈত্রর পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টরা।।পুরসভার এই উদ্যোগে খুশি শ্রীরামপুরবাসী।
Views: 361