নিজস্ব প্রতিনিধি, চন্দননগর-রাজ্য সরকারের উদ্যোগে জেলা লোকশিল্পীদের কর্মশালার সূচনা হল চন্দননগর রবীন্দ্রভবনের জ্যোতিরিন্দ্রনাথ সভাকক্ষে। মঙ্গলবার এই কর্মশালার সূচনা হয় চন্দননগরের মহকুমা শাসক অয়ন দত্ত গুপ্ত, চন্দননগর পুরনিগমের মহানাগরিক রাম চক্রবর্তী, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভময় মৈত্র সহ বিশিষ্টজনের উপস্থিতিতে। মূলত সরকারি প্রকল্প গুলি গ্রামের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতেই এই লোকশিল্পীদের জুরি মেলা ভার। তাই মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মশালা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। যে কর্মশালাতে জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ৫০ জন লোকসংগীত শিল্পী অংশগ্রহণ করেন ।
মুলত সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচার প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ বলে জানা গেছে। তিন দিনের এই কর্মশালা থেকে লোকশিল্পীরা যেমন গানের প্রশিক্ষণ পাবে তেমনই তাদের তৈরি করা গান সেখানে পরিবেশন করে সকলকে উদ্বুদ্ধ করবে। এদিন এখানে উপস্থিত থেকে এই কর্মশালার সাফল্য কামনা করেন চন্দননগরের মহকুমা শাসক অয়ন দত্ত গুপ্ত। এই প্রসঙ্গে চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী জানান এরা যেহেতু মানুষের কথা বলে,মাটির কথা বলে তাই তাদের মাধ্যমেই সরকারের উন্নয়নমূলক কর্মসূচির প্রচার আরো ভালোভাবে করার লক্ষ্যেই এই উদ্যোগ। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভময় মৈত্র জানান এই লোকশিল্পীদের মধ্য দিয়ে প্রচার করলে একদিকে যেমন মানুষ মনোরঞ্জন পাবে তেমনই সরকারি বিভিন্ন প্রকল্পের অজানা গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছানো যাবে সহজেই।এই কর্মশালায় যোগ দিয়ে খুশি লোকশিল্পীরাও।
Views: 130