নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-উৎসবের আবহে বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে পালিত হলো প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানl এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়l
এই বিশেষ দিনটিতে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এলাকার শতাধিক মহিলাদের সম্বর্ধনার পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতার, যে প্রতিযোগিতায় দু হাজার ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেl একই সাথে সাংস্কৃতিক উৎসবের আবহে জমজমাট হয়ে ওঠে শেওড়াফুলির রাজ মাঠ চত্বর।
হুগলি জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি তথা বৈদ্যবাটি পুরসভার পুর পারিষদ সুবীর ঘোষের উদ্যোগে আয়োজিত এদিনের অনুষ্ঠানে সাংসদ কল্যাণ বাবু ছাড়াও উপস্থিত ছিলেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো সহ সমাজের বিশিষ্টরা।
সুবীর ঘোষ জানান সারা দেশবাসীর মতই তাদের কাছেও এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ,স্বাভাবিকভাবেই সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবারের মতো এবারও এই বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠানে কয়েক হাজার ছাত্রছাত্রীদের উপস্থিতি অনুষ্ঠানকে অন্য মাত্রা দেয়l স্বাভাবিকভাবেই এদিনের অনুষ্ঠান হয়ে ওঠে জমজমাট।
Views: 50