নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-একটা সময় বেআইনি অর্থলগ্নী সংস্থায় টাকা লগ্নি করে ক্ষতিগ্রস্ত হতে হয়েছিল সমাজের একটা বড় অংশের মানুষকে যদিও সময়ের সাথে সেই পরিস্থিতি কিছুটা পরিবর্তন হলেও সম্পূর্ণ বন্ধ হয়নি,ফলে চিটফান্ডের পাল্লায় পড়ে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে সাধারণ মানুষকে। সেই পরিস্থিতি নিয়ন্ত্রনে সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামলো স্বল্প সঞ্চয়, হুগলির আধিকারিকরা lগত শনিবার রথের আবহে শ্রীরামপুর মাহেশের মাসির বাড়ি চত্বরে সুসজ্জিত ট্যাবলো এবং গানের মাধ্যমে বার্তা দিলেন কোন ঝুঁকি না নিয়ে স্বল্প সঞ্চয় প্রকল্পে টাকা রাখুন,অত্যাধিক লাভের আশায় যেখানে সেখানে টাকা রাখবেন না।কারন ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ l
পরিসংখ্যান বলছে গত এক বছরে স্বল্প সঞ্চয় প্রকল্পের বিভিন্ন স্কিমে সুদের মেয়াদ বৃদ্ধি পাওয়ায় বেড়েছে এই স্কিমগুলিতে টাকা রাখার প্রবণতা, কিন্তু তা সত্ত্বেও এক ধরনের অসাধুচক্রের কৌশলে বেশি সুদ লাভের আশায় টাকা রাখতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজের একাংশের মানুষ, তাঁদের সতর্কবার্তা দিতেই স্বল্প সঞ্চয় বিভাগের এই উদ্যোগ l স্বল্প সঞ্চয়,হুগলির ডেপুটি ডিরেক্টর দীপান্বিতা পাত্র জানান স্বল্প সঞ্চয় প্রকল্পের বিভিন্ন স্কিমে বিনিয়োগে উৎসাহিত করার পাশাপাশি প্রতারণা সংস্থা রোধে সচেতনতার বার্তা দিতেই এই উদ্যোগ l
সংস্থার আরেক আধিকারিক সৌভিক দে রায় জানান তাদের লক্ষ্য সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচানো,যাতে মানুষ সতর্ক থাকে। একই দাবী আরেক আধিকারিক তারাশঙ্কর চক্রবর্তীর।যে প্রচারে সামিল হয় এজেন্ট বন্ধুরাও, কারন সঞ্চয় প্রকল্পের মাধ্যমে টাকা জমার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে ডাকঘর অনুমোদিত এজেন্ট, তারাই গ্রাম থেকে শহরের সাধারণ মানুষের বাড়ি থেকে অর্থ সংগ্রহ করে নিরাপদে ডাকঘরে পৌঁছে দেয়, গ্রাহকের আবেদনমত নির্দিষ্ট স্কিমেl সেই শ্রীরামপুর ডাকঘরের এজেন্ট সুবীর মোদ জানান সাধারণ মানুষকে বিপদ থেকে আটকানোর পাশাপাশি এই প্রকল্পকে উৎসাহিত করতে কর্তৃপক্ষের ভূমিকায় তারা সন্তুষ্ট l যে প্রচারে সামিল হয়েছে তারাও। বেশি সুদের লোভে সাধারণ মানুষের এই প্রবণতায় তাদের প্রচার কতটা প্রভাব ফেলতে পারে,তা বলবে ভবিষ্যৎ।
Views: 181