নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-দুঃস্থদের পাশে থাকতে এগিয়ে এলো লায়ন্স ক্লাব অফ শ্রীরামপুর সেন্টিনিয়ালl রবিবার শ্রীরামপুরের জিতেন লাহিড়ী রোডে সূচনা হলো “ভিশন সেন্টার ও ডায়াবেটিক ক্লিনিকের”l ন্যূনতম খরচে দুঃস্থ মানুষদের চোখের যাবতীয় পরীক্ষার পাশাপাশি অপারেশনের ব্যবস্থা করবে এই সংস্থাl এই উপলক্ষে এদিন দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়l এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পুর প্রশাসক গৌরমোহন দে, প্রাক্তন পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায়, নাগ,প্রশাসক মন্ডলীর সদস্য জয়দীপ মুখার্জি, গিরিধারী সাহা সহ লায়ন্স ক্লাবের অন্যান্য সদস্যরাl লায়ন্স ক্লাবের অন্যতম সদস্য সোনালী মল্লিক জানান তাদের দীর্ঘদিনের প্রচেষ্টা সার্থক হল, এর ফলে অনেক দুঃস্থ মানুষদের সহযোগিতা করা যাবেl চিকিৎসক চন্দ্রাংশু হাজরা জানান কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকতে আগেই অক্সিজেন সিলিন্ডার পরিষেবা দিয়ে সূচনা হয়েছিল এই প্রতিষ্ঠানl এরইসাথে ভিশন এবং ডায়াবেটিক কেন্দ্রের নতুন সূচনায় উপকৃত হবেন অনেক মানুষl
Views: 550