নিজস্ব প্রতিনিধি,শেওড়াফুলি-রেলের হকার বন্ধুদের পাশে থাকতে এবার শুরু হলো স্টেশনে রান্নাঘর কর্মসূচি। রবিবার শেওড়াফুলি স্টেশন চত্বরে যার আনুষ্ঠানিক সূচনা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। বৈদ্যবাটি পুরসভার পুরপ্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষের নেতৃত্বে এই কর্মসূচি থেকে প্রতিদিন তিন শতাধিক রেলের হকার বন্ধুদের দুপুরের রান্না করা খাবার দেওয়া হবেl সুবীর ঘোষ জানান কোভিড পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন ট্রেন বন্ধ,ফলে রেলের হকার কর্মীরা চরম সমস্যায় পড়েছে, তাদের পাশে থাকতেই তাদের এই উদ্যোগ। কেবলমাত্র লকডাউন পরিস্থিতিতে নয় তাদের পক্ষে যতদিন সম্ভব হবে ততদিন এই কর্মসূচি চলবে। এদিনের অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়, বৈদ্যবাটি পুরসভার কো-অর্ডিনেটর প্রবীর পাল, রেল হকার্স ইউনিয়নের নেতা শেখ ফেলু সহ অন্যান্য বিশিষ্টরা।এই উদ্যোগে দুপুরের খাবার পেয়ে খুশি রেলের হকার কর্মীরা।
Views: 888
👏🏻👏🏻👏🏻