নিজস্ব প্রতিনিধি,বৈদ্যবাটি- কোভিড সংক্রমণ ঊর্ধ্বমুখী, তাই মানুষকে সচেতন করতে নববর্ষের সকালে মিষ্টি মুখের পাশাপাশি মাস্ক বিলি করলেন বৈদ্যবাটির বিদায়ী পুর প্রশাসক তথা চাঁপদানির তৃনমূল প্রার্থী অরিন্দম গুঁইন।বৃহস্পতিবার সকালে স্থানীয় শীতলা মন্দিরে পুজো দিয়ে তিনি সকলের সুস্থ কামনা করে প্রার্থনা জানান একই সাথে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তা সতর্কতার জন্য স্থানীয় এলাকায় সকলকে মাক্স বিলি করেন। অরিন্দম গুইন জানান নতুনভাবে ফের করোনার সংক্রমণ বাড়ছে, তাই সাধারণ মানুষকে সচেতন করতে নতুন বছরের প্রথম দিনেই স্থানীয়দের মিষ্টিমুখের পাশাপাশি মাস্ক বিলি করে সচেতন করার চেষ্টা করছি, সকলে যেন সংক্রমণ বিধি মেনে চলুক একইসাথে আমরা চাই সকলে সুস্থ থাকুক।
Views: 167
Nice news