নিজস্ব প্রতিনিধি, হুগলি-পুলিশ কে টাকা দিতে হবে না হলে বিচার পাবো না, টাকা জোগাড় করতে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে রক্ত বিক্রি করতে আসার অভিযোগ এক গৃহবধূর lযদিও হাসপাতালের কর্মীরা তাঁকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে দেন।গৃহবধূর নাম মধুমিতা পাল,বাপের বাড়ি পাণ্ডুয়া থানা এলাকায়, বছর দশেক আগে পুরশুরার ভাঙ্গামোড়া গ্রামের বাসিন্দা দিলীপ পালের সাথে বিয়ে হয় মধুমিতার।বিয়ের পর থেকেই তাকে মারধোর থেকে মানসিক নির্যাতন চালাতো স্বামী সহ শ্বশুর বাড়ির পরিজনরা।বর্তমানে দুই সন্তানের মা মধুমিতা।অত্যাচারের মাত্রা বাড়তে থাকায় গত বছর নভেম্বর মাসে পুড়শুড়া থানায় স্বামী সহ শ্বশুর বাড়ির বেশ কয়েক জনের নামে লিখিত অভিযোগ জানায় মধুমিতা।পরে তা পাণ্ডুয়া থানায় পাঠানো হলেও, দুই থানার দ্বারস্থ হয়েও কোনো ফল পাননি বলে অভিযোগ মধুমিতার।সুবিচার পাওয়ার জন্য পুলিশ কে টাকা দিতে বলেও অভিযোগ তার।এমত অবস্থায় কোর্টের দ্বারস্থ হন তিনিl তাই টাকা জোগাড় করার আর কোনো উপায় না পেয়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল রক্ত বিক্রি করতে আসেন মধুমিতা। তার দাবি সঠিক বিচার পাবার জন্য দিনের-পর-দিন থানায় ঘুরছি, বিচার তো পাচ্ছিনা উল্টে পুলিশের টাকা জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে তাই বাধ্য হয়ে রক্ত বিক্রির সিদ্ধান্ত l ফুরফুরার বিধায়ক বিমান ঘোষ এই ঘটনার তীব্র সমালোচনা করেন l স্বাভাবিকভাবেই এখন দেখার গৃহবধূর এই অভিযোগের পরে প্রশাসন কি সিদ্ধান্ত নেয় তার দিকেই তাকিয়ে স্থানীয়রাl
Views: 982