নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া-রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সম্মানহানি মামলা দায়ের করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার lমঙ্গলবার চুঁচুড়া আদালতে এই মামলা দায়ের হলl চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের অভিযোগ গত ২২ তারিখ চুঁচুড়া ঘড়ির মোড়ে সভা করে শুভেন্দু, সেখানেই তাঁর বিরুদ্ধে চাকরি দুর্নীতিতে তিনি যুক্ত আছে বলে অভিযোগ করেছিলেন। যদিও সেই অভিযোগের কোনও সারবত্তা নেইl বিরোধী দলনেতার অভিযোগের ফলে সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে বলে অনুমান অসিত বাবুর,তাই তিনি চুঁচুড়া আদালতে মামলা দায়ের করলেন। বিধায়কের আইনজীবী নির্মাল্য চক্রবর্তী জানান কোন প্রমাণ ছাড়াই শুভেন্দু বাবু এই অভিযোগ করছেন,ফলে সম্মানহানি হচ্ছে বিধায়কের l যদিও হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি জানান বিধায়ক দুর্নীতিতে যুক্ত, তাই এইসব করে বিভ্রান্তি তৈরি করছেl
Views: 29