নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর- দলের শীর্ষ নেতার কথা মেনে নিয়ে দলে থাকার সিদ্ধান্ত নিলেন বিজেপির রাজ্য নেতা ভাস্কর ভট্টাচাৰ্যl বুধবার বিকালে ভাস্করবাবুর শ্রীরামপুরের বাড়িতে আসেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যl ঘন্টাখানেক তার বাড়িতে বৈঠকের পর ক্রোধের বরফ গলে জল হওয়ায় বৈঠকে থাকা সকল নেতৃত্বের মুখেই চওড়া হাসি ফোটে, তাই চায়ের কাপে তৃপ্তির চুমক দিলেন সকলেই।মূলত আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকায় তার নাম না থাকায় তিনি ক্ষুব্ধ হয়ে গত ১৬ই মার্চ দলের সমস্ত পদ থেকে পদত্যাগের চিঠি দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কেl কারণ ভাস্কর বাবু চেয়েছিলেন তার অভিজ্ঞতার কথা মাথায় রেখে দল তার পছন্দের দুই কেন্দ্র শ্রীরামপুর কিংবা চাঁপদানি থেকে তাঁকে প্রার্থী করবেন , কিন্তু কার্যত তা না হওয়ায় প্রতিবাদে পদত্যাগ করেন , তিনি ঠিক করেছিলেন এবার রাজনৈতিক সন্ন্যাস নেবেন কিন্তু বুধবার বিকালে সাতটি গাড়ির কনভয় নিয়ে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী তার বাড়িতে আসায় তিনি খুশিl চা এর মাধ্যমেই তার রাজনৈতিক অনশন ভাঙিয়ে যাবার পথে উপ-মুখ্যমন্ত্রী জানান মান অভিমান থাকতেই পারে, তবে আগামীদিনে তার জন্য ভালো কিছু অপেক্ষা করছেl ভাস্কর বাবু জানান একজন শীর্ষ নেতার সন্মানার্থে তিনি দলে থাকার সিদ্ধান্ত নিলেনl পাশাপাশি আগামীদিনে দলীয় প্রার্থীদের প্রচারেও তাকে দেখা যাবে।এদিনের বৈঠকে উপ-মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল বসু সহ অনান্য নেতৃত্ব।
Views: 32