নিজস্ব প্রতিনিধি,রিষড়া-“আপনার ছেলের জন্য একটা খেলনা কিনুন,আপনার ছেলে খেললে,আমার ছেলে খেতে পাবে” এই আবেদন জানিয়ে, স্থানীয় সংস্কৃতি সংস্থা ধূমকেতুর উদ্যোগে আগামী রবিবার থেকে শুরু হচ্ছে রিষড়ার “সম্প্রীতি মেলা”।রিষড়ার গ্রাম পঞ্চায়েত এলাকার দক্ষিণপাড়ায় আয়োজিত এই মেলা শুরু হবে ২৩শে জানুয়ারী, যা চলবে আগামী ৩০ শে জানুয়ারী পর্যন্ত। শনিবার মেলা প্রাঙ্গনে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে মেলা সম্পর্কে তুলে ধরেন মেলার উদ্যোক্তারা।মেলা কমিটির সভাপতি গৌতম চক্রবর্তী এবং আহবায়ক অসিতাভ গাঙ্গুলী জানান কোভিড পরিস্থিতির কারণে গত দু’বছর ধরে আমরা মানসিক যন্ত্রনায় রয়েছি একইসাথে বহু মানুষ খুব কষ্টে দিনযাপন করছে, তাদের মুখে হাসি ফোটাতে কোভিড বিধি মেনে আমাদের এই মেলার আয়োজন। প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। মেলার আটদিন মূলমঞ্চে থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতার প্রথিতযশা শিল্পীরা প্রতিদিন অংশ নেবেন সংগীতানুষ্ঠানে। এছাড়াও প্রতিদিন এই মঞ্চে থাকছে নানা বিষয়ের উপর আলোচনা চক্র। সমাজের বিভিন্ন স্তরের গুনী ব্যক্তিরা অংশ নেবেন সেমিনারে। মেলা কমিটির সভাপতি গৌতম চক্রবর্তী জানান এখানে মোট পঞ্চাশটির মতো স্টল থাকছে। এবং সেগুলির অধিকাংশই খোলা আকাশের নিচে।ফলে সামাজিক দূরত্ব বজায় থাকবে। আর এই মেলায় যারা স্টল দিচ্ছেন তাদের ৯০ শতাংশ ব্যবসায়ীর কাছ থেকে কোনরকম স্টল ভাড়া নেওয়া হচ্ছে না।আমাদের লক্ষ্য ব্যবসায়ীদের সহযোগিতা করা।মেলায় কোনরকম প্রবেশ মূল্য থাকছে না। একইসাথে এই মেলার মধ্যে দিয়ে তুলে ধরা হবে সম্প্রতির বার্তা। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেলা কমিটির সম্পাদক সমীরণ বসু, শ্রীমতি কেতকী দত্ত, ডাক্তার রজত রায় সহ অন্যান্যরা।
Views: 83