নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-প্রয়াত হলেন বিশিষ্ট পাঞ্জাবিদ আনন্দ নায়েক,মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছরl শ্রীরামপুরের বেনেপাড়ার বাসিন্দা আনন্দবাবু পাঞ্জাবিদ হিসেবে বিখ্যাত ছিলেন।সম্প্রতি তাঁর বাসভবনে বার্ধক্যজনিত কারনে মৃত্যু হয়েছে। ফুটবল, ক্রিকেট, ভলি কিংবা লং টেনিস এর মত ক্রীড়া জগতে বহু ইভেন্ট থাকলেও হয়তো অনেক খেলাই সমানভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি, তেমনিই পাঞ্জা লড়াইl দীর্ঘদিনের এই পাঞ্জা লড়াই জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরে স্থান পেলেও সেভাবে প্রচারের আলোয় না আসায় বাংলার আর আনেক খেলার মতই গুরুত্ব হারিয়েছে পাঞ্জা লড়াই,যদিও সেই পাঞ্জা লড়াই কে লড়াইকে গুরুত্ব দিয়েছিলেন শ্রীরামপুর বেনেপাড়ার বাসিন্দা আনন্দ নায়ক l
পাঞ্জাবিদ আনন্দ নায়ক ছোটবেলায় পোলিও রোগে আক্রান্ত হয় কিন্তু নিজের অদম্য ইচ্ছা ও মনের জোরে তিনি খেলার জগতের মধ্যে নিজেকে আবদ্ধ রাখতে চেয়েছিলেন তাই প্রথম অবস্থায় যোগ আসন শিক্ষায় ভর্তি হলেও পরবর্তীকালে তিনি পাঞ্জা খেলাতে আগ্রহী হনএবং এই পাঞ্জা খেলতে ছুটে গেছেন দেশের বিভিন্ন প্রান্তে l পরবর্তীকালে তিনি বেঙ্গল, ন্যাশনাল এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং ভালো সাফল্য পায় l
যদিও পাঞ্জা খেলা সেভাবে পরিচিত না পাওয়ায় অন্তরালেই থেকে গেছেন পাঞ্জাবিদ আনন্দবাবুl ইতিমধ্যেই তাঁর কাছে প্রশিক্ষণ নিয়ে সাফল্য পেয়েছে বহু পাঞ্জাবিদl তেমনই দীর্ঘদিন তাঁর কাছে প্রশিক্ষণ নেওয়া পাঞ্জাবিদ সঞ্জয় শ্রীমানি জানান ক্রীড়া জগতে অন্যান্য অনেক ইভেন্টের মতই পাঞ্জা খেলাও একটি গুরুত্বপূর্ণ ইভেন্টে lসেই পাঞ্জা লড়াইে তাঁর প্রশিক্ষণ দেওয়ার পদ্ধতি ছিল অন্যতম। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যুতে ক্ষতি হলো আন্তর্জাতিক স্তরের এই ইভেন্টটি l স্থানীয় বাসিন্দা ধ্রুব মুখার্জী জানান এলাকায় খুব ভালো মানুষ হিসাবে পরিচিত ছিল,তাঁর এই মৃত্যুতে শোকোস্তব্ধ এলাকা।
Views: 35