নিজস্ব প্রতিনিধি,হুগলি- কোভিড বিধি মেনে সারা রাজ্যের সাথেই সোমবার থেকে হুগলিতে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষাl জেলার চারটি মহকুমা তে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৪২৮ জন। যার মধ্যে ছাত্রদের সংখ্যা ২৬ হাজারের বেশি এবং ছাত্রীদের সংখ্যা প্রায় ৩৪ হাজারl জেলায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা প্রায় ২৪০ টি। করোনা পরিস্থিতির কারণে গত দু’বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল, বিশেষ করে গত বছর মাধ্যমিক পরীক্ষা হয়নি। চলতি বছরে কো ভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্কুলজীবন ফিরেছে স্বাভাবিক ছন্দে। তাই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় ফের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে খুশি সকলে। আরামবাগের রামনগর অবিনাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার সরকার জানান কোভিড বিধি কে মান্যতা দিয়ে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে একই সাথে তারাও খুশি অফলাইনে মাধ্যমিক পরীক্ষা হওয়ায়। স্কুল ছাত্রী অনিন্দিতা পোড়েল জানান দোলাচলে ছিলাম এবারেও মাধ্যমিক পরীক্ষা হবে কিনা কিন্তু তা হওয়ায় খুব ভালো লাগছে। যদিও মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিতে ছন্দ কেটেছে। অভিভাবকরাও খুশি ফের স্কুলে মাধ্যমিক পরীক্ষা হয়ায়।এখন সকলেই চাই আগামী দিনের পরীক্ষা গুলো নির্বিঘ্নে শেষ হোক ।
Views: 116