নিজস্ব প্রতিনিধি,শেওড়াফুলি- নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামলো তৃণমূলের জয় হিন্দ বাহিনী l শনিবার সকালে শেওড়াফুলি ফাঁড়ি লাগোয়া একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে গলায় পোস্টার ঝুলিয়ে প্রতিবাদ বিক্ষোভে শামিল হল কর্মীরা l উল্লেখ্য গত শুক্রবারই রিজার্ভ ব্যাংক ঘোষণা করেছে ২০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত l জয়হিন্দ বাহিনীর কর্মীদেরদাবী এর আগেও কালো টাকা উদ্ধারের নামে মোদি সরকার নোট বাতিল করেছিল, তার ফলে চরম অসুবিধায় পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। ফের এই নোট বাতিলের সিদ্ধান্তে সমস্যায় পড়বে সাধারণ মানুষ lদেশের উন্নয়নমূলক কাজ না করে কেবলমাত্র মানুষকে অস্বস্তি করে ফেলছে এই সরকার। তারই প্রতিবাদে তাদের এই বিক্ষোভ l জয়হিন্দ বাহিনীর সাধারণ সম্পাদক তথা বৈদ্যবাটি পুরসভার সদস্য প্রবীর পাল জানান সাধারণ মানুষকে হেনস্থায় ফেলার জন্য কেন্দ্রের এই তুঘলকী সিদ্ধান্ত, অবিলম্বে বিবেচনা না করা হলে আগামী দিনে ফের বড়সড় আন্দোলনের পথে যাবে তারা।
বৈদ্যবাটি পুরসভার উপ-পুরপ্রধান তথা জয় হিন্দ বাহিনীর অন্যতম নেতা শান্তনু দত্ত জানান কোন কারন ছাড়াই কেন্দ্রের এই সিদ্ধান্ত, অবিলম্বে সাধারণ মানুষের কাছে পরিষ্কার করতে হবে এই নোট বাতিলের প্রকৃত কারণ, তা না হলে আন্দোলন চলবে l জয়হিন্দ বাহিনী শ্রীরামপুর লোকসভার সভাপতি তথা বৈদ্যবাটি পুরসভার পুরপারিষদ সুবীর ঘোষ জানান দৈনন্দিন সমস্যার সমাধান করতে না পেরে অসস্তিতে কেন্দ্র সরকার, সেই অস্বস্তি কাটাতেই কেন্দ্রের এই ধরনের সিদ্ধান্ত, যার প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে l যদিও বিজেপি নেতৃত্বের দাবী সারা দেশের মানুষের আপত্তি না থাকলেও তৃণমূলের সমস্যা রয়েছে, তাই তাদের এই আন্দোলন l কেন্দ্রের এই সিদ্ধান্তে স্থানীয় মানুষের একাংশ ক্ষুব্ধ l যদিও এবারে বেশ কিছুটা সময় পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে আমজনতা l
Views: 60