নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-স্বাস্থ্যই সম্পদ… পরিচিত এই বাক্যটি সকলের জানা থাকলেও দৈনন্দিন কাজকর্মের মধ্যে তা অবহেলার কারণে দেহে বাসা বাধতে পারে বিভিন্ন ধরনের রোগ। তা সচেতনতার উদ্দেশ্যে অনুষ্ঠিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং সচেতনামূলক আলোচনা সভা। গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে শ্রীরামপুর আইএমে ভবনে অনুষ্ঠিত হলো এই কর্মসূচি l যে শিবিরে শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি স্বাস্থ্যের বিভিন্ন বিষয় সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট চিকিৎসকরাl

শরীর সুস্থ রাখতে এবং সতর্কতা মূলক এই আলোচনায় বিভিন্ন বিষয় তুলে ধরেন সংস্থার সভাপতি চিকিৎসক প্রদীপ কুমার দাস,চিকিৎসক জগৎবন্ধু গুচ্ছাইত, অমলেন্দু মুখার্জী,চন্দ্র কান্ত ঘোষ, অভিরূপ গোস্বামীর পাশাপাশি পরিবেশবিদ ড. সুহাস ভট্টাচার্য্য, নিউট্রেশানিস্ট মেখলা সেন প্রমুখ। এই ধরনের অনুষ্ঠানের আয়োজনে খুশি শ্রীরামপুরবাসী।
Hits: 10