নিজস্বপ্রতিনিধি,সিঙ্গুর- ট্যুরিজম ব্যাবসার নাম করে একাধিক মহিলার সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাস ও ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি।অভিযুক্তর নাম রাকেশ রায়চৌধুরী। হুগলির সিঙ্গুর থানার পুলিশ শুক্রবার অভিযুক্তর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে কোলকাতার বিধাননগরের এক হোটেল থেকে তাঁকে গ্রেফতার করে। অভিযোগ ২০১৫ সালে প্রথম বিয়ে শুরু করে,তারপর গত ছয় বছরে ৮৩ জন মহিলার সাথে অভিযুক্তর অবৈধ সম্পর্ক ছিল বলে জানা গেছে।ইতিমধ্যেই কয়েকমাস জেলও খেটেছে। সম্প্রতি সিঙ্গুর থানায় এক মহিলা অভিযোগ করে, ‘রিও ক্যাব এন্ড ট্যুরিজম’ এর নাম করে ম্যানেজিং ডিরেক্টরের ভিজিটিং কার্ড বানিয়ে,সেই পরিচয়ে বিয়ের নাম করে সহবাস করে। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তর আরো কেস ডায়েরি খতিয়ে দেখছে।ধৃত কে শনিবার চন্দননগর আদালতে তোলা হয়েছে।
Views: 1281