নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া -কোভিড সংক্রমণে আক্রান্ত হলেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার(তপন)lগত দু-তিন দিন আগে শারীরিক সমস্যার কারণে পরীক্ষা করান,সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসেl এখন তিনি আইসোলেসানে রয়েছেনlঅসিতবাবু এবারের নির্বাচনেও চুঁচুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থীl হুগলির বিধানসভা কেন্দ্রগুলি নির্বাচন হয়েছে তৃতীয় এবং চতুর্থ দফায়, তার মধ্যে গত ১০ই এপ্রিল চতুর্থ দফার নির্বাচনে চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের ভোট প্রক্রিয়া শেষ হয়েছেl তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন লকেট চট্টোপাধ্যায়l গত কয়েক মাস নির্বাচনের জন্য টানা পরিশ্রম করছিলেন তিনি l তার কেন্দ্রের নির্বাচন শেষের পর এই অসুস্থতা, একইভাবে তার গাড়ির চালকও কোভিডে আক্রান্ত হয়েছেনl বঙ্গের অন্যান্য জেলার মত হুগলিতেও কোভিড পজিটিভের সংখ্যা বাড়ছে, সেখানে জেলা সদরের বিদায়ী বিধায়কের কোভিডে আক্রান্তের খবরে তার অনুগামীদের প্রার্থনা তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুনl
Views: 92