নিজস্ব প্রতিনিধি,শেওড়াফুলি-হুগলির শেওড়াফুলির নিস্তারিণী কালী। সারাবছর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেবীর দর্শনে ভিড় করেন ভক্তরা, তেমনিই বছরের শুরুর দিন টা ভক্ত সমাগমে জমজমাট হয়ে উঠলো মন্দির প্রাঙ্গন। নতুন বছরের প্রথন দিনে সকাল থেকেই দেবীর বিশেষ পূজা পাঠ শুরু হয়েছে যা সারাদিন ধরে চলে । কোভিড বিধির নিয়মে মন্দির কর্তৃপক্ষ সকাল থেকেই ভক্তদের পূজা দেবার ব্যবস্থা করেছেন। মন্দিরের পুরোহিত অরুণ ভট্টাচার্য জানান দেবীর কাছে তাদের প্রার্থনা সকলের সারা বছর ভালো কাটুক। দূর দূরান্ত থেকে আসা ভক্তরা জানান বছরের শুরুর দিন টায় দেবীকে দর্শন করে মনটা সার্থক হলো। কোভিড আবহে বিপর্যস্ত সাধারণ মানুষ তবুও নতুন বছরের শুরুর দিনটায় সারা বছর ভাল রাখার প্রার্থনায় ভক্তদেরভিড় মন্দির প্রাঙ্গনে। সকলেরই একটাই প্রার্থনা কোভিড মুক্ত করে সবাইকে সুস্থ রেখো।
Hits: 15
Spread the love