নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-আধার কার্ডের কাজ নিয়ে বচসা,যার জেরে পোস্ট অফিসে তান্ডব চালালো এক দুষ্কৃতী l হুগলির শ্রীরামপুরের হেড পোস্ট অফিসের ঘটনা l অভিযোগ শনিবার দুপুরের দিকে পোস্ট অফিসের অন্যান্য কর্মীরা যখন কাজ করছিল সেই সময় হঠাৎই আঁধার সংক্রান্ত কাজটি অবিলম্বে করে দেওয়ার দাবি করে যুবকl সেই কাজ দেরি হওয়ায় প্রথমে বচসা এবং তারপরেই তাণ্ডব চালায় ওই যুবক বলে অভিযোগ l যার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পোস্ট অফিসের কম্পিউটার, প্রিন্টার সহ অন্যান্য উপকরণ l ঘটনার খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ এসে খতিয়ে দেখে lএই ঘটনার কারণে আতঙ্কিত পোস্ট অফিসের কর্মীরা l
পোস্ট কর্মী অসিত মাঝি জানান হটাৎ যেভাবে এসে হামলা চালালো,তার ফলে রীতিমত আতঙ্কিত আমরা, অফিসে কাজ করতেই ভয় লাগছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখুক।শ্রীরামপুর হেড পোস্ট অফিসের সিনিয়র পোস্টমাস্টার প্রদীপ চক্রবর্তী জানান হঠাৎই সে কেন হামলা চালালো বুঝতে পারছি না, তবে এই ঘটনায় আমরা যথেষ্ট আতঙ্কিত l বিষয়টি পুলিশকে অভিযোগ জানানো হয়েছেl
Views: 84