নিজস্ব সংবাদদাতা শেওড়াফুলি-প্রোমোটারদের জুলুম থেকে পরিবারকে বাঁচাতে রাস্তায় বসে আন্দোলন শুরু করেছে কয়েকটি পরিবারের সদস্যরা। হুগলির শেওড়াফুলির জিটিরোড লাগোয়া এলাকার ঘটনা।অভিযোগ গত কয়েক মাস ধরে শেওড়াফুলির জি টি রোড লাগোয়া এই এলাকায় তৈরি হচ্ছে এক বহুতল আবাসন, যে আবাসনের সামনেই বহু বছর ধরে কয়েকটি দোকান রয়েছে। যে দোকানের ওপর নির্ভর করেই সংসার চলে অসহায় পরিবার গুলির। অভিযোগ বহুতল শুরুর সময় প্রোমোটার কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল তাদের পাশে থাকার।
কিন্তু বহু তল নির্মাণের শেষ পর্যায়ে যে দোকান তৈরি হয়েছে সেখানে তাদের স্থান হবে না জানতে পেরে সমস্যায় পরিবারগুলি। একই সাথে অভিযোগ রাতের অন্ধকারে বহু দিনের থাকা গুমটিগুলিকে নষ্ট করার চক্রান্ত চলছে । তারই প্রতিবাদে সোমবার সকাল থেকে জি টি রোডের পাশে বসে পরিবারগুলি শুরু করেছে আন্দোলন। তাদের একটাই দাবী ছোট হলেও এই বহুতলে তাদের জায়গা দিতে হবে দোকানের জন্য, না হলে পরিবার নিয়ে তাদের পথে বসতে হবে। যদিও স্থানীয় পুরসদস্য মহুয়া ভট্টাচার্য তাদের পাশে থেকে শুরু করেছে আন্দোলন।
মহুয়াদেবীর দাবি প্রোমোটার কর্তৃপক্ষ অবিলম্বে পরিবারের গুলির কথা ভেবে সিধান্ত নিক না হলে শুরু হবে অন্যভাবে আন্দোলন। যদিও এ বিষয়ে বহুতল আবাসন নির্মাণ কারী কর্তৃপক্ষর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি l
Views: 36