নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর- ঐতিহাসিক শহর শ্রীরামপুর, যে শহরে একটা সময় আধিপত্য ছিল ডেনিসদের এবং তাদের আমলে এলাকায় সার্বিক নিরাপত্তায় থানার পাশাপাশি শ্রীরামপুর চাতরায় তৈরি হয়েছিল একটি পুলিশ ফাঁড়ি। যদিও কর্মীর অভাবে ২০০৯ সাল থেকে বন্ধ হয়ে যায় সেই ফাঁড়ি। বুধবার সকালে নতুন রূপে আত্মপ্রকাশ করল সেই ফাঁড়ি।চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভেলগি, ডেপুটি পুলিশ কমিশনার ডাঃ অরবিন্দ আনন্দ,এসিপি, শ্রীরামপুর থানার আইসি দিব্যেন্দু দাস সহ বিশিষ্টদের উপস্থিতিতে ফের এই ফাঁড়ির কাজ শুরু হল অর্থাৎ এখন থেকে এই এলাকার মানুষ এই ফাঁড়িতেই তাঁদের প্রয়োজনীয় অভিযোগ জানাতে পারবেনl

মুলত এই এলাকা থেকে শ্রীরামপুর থানা দূরে থাকার কারণে সমস্যা হচ্ছিল স্থানীয়দের, নতুন এই ব্যবস্থায় উপকৃত হবেন শ্রীরামপুরের এক, দুই ও তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা l পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভেলগি জানান সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এই ফাঁড়ি নতুন রূপে আত্মপ্রকাশ করল, ফলে এখন থেকে এই এলাকায় পুলিশি টহলদারি যেমন জোরদার হবে তেমনই সাধারণ মানুষ অনেক প্রয়োজনীয় পরিষেবা এই ফাঁড়ি থেকে পাবেন l

শ্রীরামপুর থানার আইসি দিব্যেন্দু দাস জানান প্রয়োজনীয় পরিকাঠামো সহ শুরু হলো এই ফাঁড়ির প্রক্রিয়া যা আগামী দিনে প্রয়োজন অনুযায়ী পুলিশ কর্মীর সংখ্যা বাড়বে l স্থানীয় পুরসদস্য সুপ্রীতি মুখার্জি জানান স্থানীয় মানুষের দীর্ঘদিনের চাহিদা পূর্ণ হল, তার জন্য প্রশাসনকে ধন্যবাদ। বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ লাহিড়ী জানান নতুন রূপে এই ফাঁড়ির সূচনায় স্থানীয় বাসিন্দাদের মনোবল আরো বাড়বে একই সাথে বাড়বে এলাকার নিরাপত্তা ব্যবস্থা। চন্দননগর পুলিশ কমিশনারেটের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শ্রীরামপুরবাসী।

Views: 39