নিজস্ব প্রতিনিধি, হুগলি- স্বাস্থ্য ক্ষেত্রে আবারো একটা বড় দায়িত্ব পেলেন শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়।বৃহস্পতিবার হেল্থ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে তাকে আর জি কর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হলো। কয়েকটা দিন আগেই কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজেও একই দায়িত্ব দেওয়া হয়েছে।প্রথিতযশা চিকিৎসক সুদীপ্ত রায় চিকিৎসক মহলে অত্যন্ত পরিচিত মুখ। ভারতবর্ষের চিকিৎসকদের সবথেকে বড় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন। এছাড়াও ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিনে তার নামাঙ্কিত পুরস্কার গ্রহন করেছিলেন ভারতের রাষ্ট্রপতির হাত থেকে। আর জি কর মেডিকেল কলেজের এই প্রাক্তনী, চিকিৎসা ক্ষেত্রের পাশাপাশি রাজনৈতিক ময়দানে সমান স্বচ্ছন্দ। কংগ্রেস প্রার্থী হিসেবে কলকাতার বেলগাছিয়া কেন্দ্র থেকে বিধায়ক হবার পর ঐতিহ্যশালী শহর শ্রীরামপুর কেন্দ্রে চারবারের বিধায়ক ডাক্তার বাবু এলাকাবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয়।স্বাভাবিকভাবেই একই সপ্তাহে পরপর কলকাতার দুটি গুরুত্বপূর্ণ হাসপাতালের দ্বায়িত্বে তাঁকে নিয়ে আসায় খুশি শ্রীরামপুরবাসী।এই বিধানসভা এলাকার বাসিন্দাদের দাবী যে কোনো প্রয়োজনে তিনি মানুষের পাশে থাকেন। আমরা আশা করব তাঁর এই নতুন দায়িত্বে আরো উপকৃত হবেন চিকিৎসার প্রয়োজনে থাকা মানুষেরা। বিধায়ক ডাঃ সুদীপ্ত রায় জানান মানুষের পাশে থাকাটায় তাঁর অন্যতম লক্ষ্য,চেষ্টা থাকবে ঠিকমত পরিষেবা দেওয়ার। স্বাভাবিকভাবেই চিকিৎসক বিধায়কের এই বাড়তি দ্বায়িত্বকে স্বাগত জানিয়েছে শ্রীরামপুরবাসী।
Views: 565