নিজস্ব প্রতিনিধি,বেলুড়-বিগত কয়েকদিন ধরে উর্ধমুখী কোভিড সংক্রমণ, যে সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পরেছে সারা দেশে। প্রতিদিন যেমন বাড়ছে এই সংক্রমণে আক্রান্তের সংখ্যা,তেমনই বাড়ছে মৃত্যুর সংখ্যা।এই পরিস্থিতিতে আগেই বন্ধ হয়েছে কলকাতার বেশ কয়েকটি দর্শনীয় স্থান, এবার সেই তালিকায় যুক্ত হল বেলুড় মঠ। আগামী ২২ শে এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে বেলুড় মঠে ভক্তদের প্রবেশাধিকার। বেলুড় মঠ সুত্রে একথা জানা গেছে। এর আগে গত বছর লকডাউন পরিস্থিতির কারণে ২৫ মার্চ থেকে বন্ধ ছিল বেলুড় মঠ। বেশ কয়েকমাস পর মন্দির কিছুদিনের জন্য খুললেও সেই সময়ে মঠের কয়েকজন সন্ন্যাসী করোনায় আক্রান্ত হওয়ায় বন্ধ হয়ে যা য়মন্দিরের দরজা।তারপর আনলক পর্বে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হলে সামাজিক বিধির নিয়মে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছিল মন্দির কিন্তু সম্প্রতি ফের করোনা পরিস্থিতি জটিল হওয়ায় মঠ কর্তৃপক্ষের এই সিধান্ত্ব বলে মনে করা হচ্ছে।
Views: 260