নিজস্ব প্রতিনিধি, চন্ডীতলা-একই পরিবারের তিন জনকে কুপিয়ে খুনের অভিযোগl সোমবার হুগলীর চন্ডীতলার নৈটি এলাকার ঘটনা l মৃতদের নাম সঞ্জয় ঘোষ(৪৫)তার স্ত্রী মিতালী ঘোষ(৩৬) ও তাদের মেয়ে শিল্পা ঘোষ(১৭)l অভিযোগ পারিবারিক বিবাদের জেরে তাদের আত্মীয় শ্রীকান্ত ঘোষ কুপিয়ে খুন করে তাদেরlঘটনাস্থলে চন্ডীতলা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে । এই ঘটনায় […]