নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর- স্বাধীনতা দিবসের প্রাক্কালে নাশকতা ঠেকাতে তৎপর চন্দনগর পুলিশ কমিশনারেট। শনিবার সন্ধ্যায় ডিসিপি অরবিন্দ কুমার আনন্দ, শ্রীরামপুর থানার আইসি দিবেন্দু দাসের নেতৃত্বে পুলিশকর্মীরা শ্রীরামপুর ও রিষড়া থানার বিভিন্ন এলাকায় রুট মার্চ করেন। মূলত জনবহুল এলাকা, শপিং মল,মার্কেট প্লেস, স্টেশন চত্বর সহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়। একই সাথে সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। শ্রীরামপুর থানার আইসি দিব্যেন্দু দাস জানান সাধারণ মানুষ যাতে শান্তিপূর্ণভাবে স্বাধীনতা দিবস পালন করতে পারে তার জন্যই এই বিশেষ উদ্যোগ।
Hits: 281
Spread the love