নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী পালন করলো শ্রীরামপুরের আই এম এ শাখা। রবিবার এই উপলক্ষ্যে সংস্থার ভবনে তাদের সাথে হুগলী জেলা টেবিল টেনিস এ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে নবিশ টেবিল টেনিস খেলোয়াড়, ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবক-অভিভাবিকাদের হাতে মাস্ক, স্যানিটাইজার তুলে দেন আই এম এ, শ্রীরামপুর শাখার সভাপতি চিকিৎসক প্রদীপ কুমার দাস, চিকিৎসক শুভাশীষ চক্রবর্তী রায়চৌধুরী, হুগলী জেলা টেবিল টেনিশ এ্যাসোসিয়েশনের সহ সভাপতি জয় প্রকাশ মিত্র, সম্পাদক সমীর কর্মকার ও সহ সম্পাদক রূপ কুমার দে। এছাড়া নেতাজি সুভাষ চন্দ্র বসুকে স্মরণ করে জাতীয় পতাকা উত্তোলন করে তাঁর কর্মকান্ডের নানাদিক নিয়ে আলোচনা করেন ডাঃ প্রদীপ কুমার দাস। পরিশেষে আই এম এ, শ্রীরামপুর শাখা বনাম শ্রীরামপুর সাব ডিভিশানাল টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ টেবিল টেনিশ প্রতিযোগিতার শেষে সমবেতভাবে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন চিকিৎসক এস চক্রবর্তী রায়চৌধুরী।
Views: 305