নিজস্ব প্রতিনিধি, সিঙ্গুর-কোভিড সংক্রমনে আক্রান্তর মৃত্যু হয়েছে বাড়িতেই কিন্তু মৃত্যুর কয়েকঘন্টা কাটলেও মৃতদেহ না নিয়ে যাবার অভিযোগ পরিবারের l মৃতের নাম ভোলনাথ পাল (৬৬)lহুগলীর সিঙ্গুরে বাকিঁপুরএলাকায় গতকাল রাতের ঘটনা।পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ মঙ্গলবার রাতে তার মৃত্যু হলেও বুধবার দুপুর পর্যন্ত তার মৃতদেহ কেউ নিতে আসে নি বারংবার প্রশাসনের অধিকারিকদের জানানো হলেও তারা কোন ব্যবস্থা নেয় নিl মৃতের আত্মীয় বাবিন পাল জানান এই অবস্থায় মৃতদেহ আগলে রাখা ছাড়া আমাদের কিছু করার নেইl এই ঘটনায় আতঙ্কিত স্থানীয়রাl যদিও এবিষয়ে প্রশাসনের আধিকারিকরা কিছু বলতে চাই নিl
Hits: 146
Spread the love