নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর- স্কুলের উন্নয়নই তাঁর ছিল অন্যতম লক্ষ্য তাই স্কুল জীবনের শেষ দিন পর্যন্ত যুক্ত ছিলেন স্কুলের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের সাথে, কিন্তু করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেই স্কুল জীবন থেকে নিতে হয় অবসর। যদিও সেই ধারাকে অব্যাহত রাখতে স্কুলের পানীয় জলের সমাধানে শিক্ষক দিবসে স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন লক্ষাধিক টাকার অনুদান। অবসরপ্রাপ্ত সেই শিক্ষক হলেন দেবাশীষ কুন্ডু, শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রাক্তন এই প্রধান শিক্ষক স্কুল জীবনে অনুভব করেছিলেন স্কুলের ছাত্র সংখ্যার অনুপাতে পানীয় জলের প্রয়োজনে দরকার আরো টিউবয়েলের, সেই কথা মাথায় রেখেই সোমবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন এক লক্ষ দশ হাজার টাকার একটি চেক।
দেবাশীষ বাবু জানান ছাত্ররা আমার সন্তানতুল্য, আমার এই আর্থিক অনুদান তাদের কোন কাজে এলে আমার প্রয়াস সার্থক হবে। স্কুলের প্রধান শিক্ষক কৌশিক চক্রবর্তী জানান দেবাশীষ বাবুর দেওয়া এই অনুদানে হবে নতুন টিউবওয়েল, ফলে উপকৃত হবে বহু সংখ্যক ছাত্র। স্কুলের সভাপতি কৌশিক চ্যাটার্জি জানান দেবাশীষ বাবুর এই ভূমিকা সকলের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। স্বাভাবিকভাবেই শিক্ষকের এই ভূমিকায় খুশি শ্রীরামপুরবাসী l
Views: 496