নিজস্বপ্রতিনিধি,শ্রীরামপুর-গঙ্গার ভাঙনে আতঙ্কিত শ্রীরামপুরের এক বহুতল আবাসনের আবাসিকরাl যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনাl যে আবাসনের বাসিন্দা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জিওlঅভিযোগ গঙ্গা লাগোয়া শ্রীরামপুরের গঙ্গাদর্শন নামের এই বহুতলের নিচের অংশে ফাটল দেখা দিয়েছে সেই ফাটল ক্রমশ চওড়া হচ্ছে, যে আবাসনে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ ৫০ টিরও বেশি পরিবার বসবাস করেl ইতিমধ্যেই গঙ্গার ভাঙ্গনে বহুতল থেকে কিছুটা দূরে শ্রীরামপুরের কালিবাবুর শ্মশানের একটা অংশ তলিয়ে যায়,এরপরে এই বহুতলে ফাটল দেখা দেওয়ায় আতঙ্কিত এখানকার বাসিন্দারাlতাদের দাবী এই অংশের মেরামতের জন্য প্রয়োজনীয় খরচ তাদের পক্ষে সম্ভব নয়, শ্রীরামপুর পুরসভার প্রশাসক গৌরমোহন দে জানিয়েছেন তারা বিষয়টি খতিয়ে দেখছেl স্বাভাবিকভাবেই প্রশাসনের পদক্ষেপের দিকেই তাকিয়ে এখানকার আবাসিকরা।
Views: 4345