নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর-অজানা রোগে গত কয়েক মাসে বেশ কয়েকটি পথ কুকুরের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে সাধারন মানুষের মধ্যে। হুগলির শ্রীরামপুরের বিভিন্ন এলাকায় এই ঘটনায় সরকারি হস্তক্ষেপের দাবী তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ কুকুরগুলির প্রথমে কোমরের জায়গা থেকে অবস হতে শুরু করে, এরপরে গোটা শরীর নিয়ে আর উঠতে পারে না । মুখ থেকে ক্রমশ লালা বের হতে হতে দু এক দিনের মধ্যেই মারা যাচ্ছে কুকুরগুলি। মূলত শ্রীরামপুর বটতলা, ,ঢুলি পাড়া, জে এন লাহিড়ী রোড সহ একাধিক এলাকায় গত কয়েকদিনে এই ভাবে মৃত্যু হয়েছে বেশ কয়েকটি কুকুর। স্থানীয়দের দাবী কি কারনে এই কুকুরগুলির মৃত্যু হচ্ছে তা প্রশাসনের ক্ষতিয়ে দেখা উচিত পাশাপাশি অবিলম্বে রোগাক্রান্ত কুকুর গুলির চিকিৎসার ব্যাবস্থা করা দরকার ।বিশিষ্ট পশু চিকিৎসক কুনাল চক্রবর্তী জানান এটা ভাইরাল জনিত সমস্যার কারণে হচ্ছে, যা নার্ভ কে ক্ষতিগ্রস্ত করে দেওয়ার ফলে কুকুরগুলি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে,সাধারণত এই রোগে আক্রান্ত হলে ৯৮ শতাংশ কুকুরের মৃত্যু হয় l একমাত্র টিকাকরণই এই রোগ প্রতিরোধ করতে পারেl স্বাভাবিকভাবেই আতঙ্কিত শ্রীরামপুর বাসী চাই দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, একই দাবী পশুপ্রেমীদেরl
Views: 1629