নিজস্ব প্রতিনিধি বৈদ্যবাটি- কোভিড সংক্রমণ ঊর্ধ্বমুখী, প্রতিদিনই আক্রান্ত হচ্ছে স্থানীয় বাসিন্দারাl তাদের পাশে থাকতেই এগিয়ে এলো বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ড কমিটিl হুগলি জেলা ক্রীড়া সেলের সভাপতি তথা বৈদ্যবাটি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষের উদ্যোগে সোমবার কোভিড আক্রান্ত পরিবারের পাশে থাকতে তুলে দিলেন “দিদির বার্তা” স্বরূপ ফলের ঝুড়ি, যাতে রয়েছে বিভিন্ন ধরণের ফলের পাশাপাশি কোভিড বার্তা অর্থাৎ আতঙ্কিত হওয়ার থেকে সাবধানে থাকুন, মাস্ক,স্যানিটাইজার ব্যবহার করুন,সচেতন হোন- সরকার আপনাদের পাশে আছেl সুবীর ঘোষ জানান বর্তমান কঠিন সময়ে মানুষ প্রতিদিন অসুস্থ হয়ে পড়ছে, তাদের পাশে থাকতেই বৈদ্যবাটী পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কোভিড আক্রান্তদের বাড়িতে এই উপহার একইসাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বার্তা পৌঁছে দেওয়াl সুবীরবাবুর এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারাl
Views: 286