নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া-মানব সভ্যতার বিকাশে জীববৈচিত্র্যে প্রভাব পড়েছে সবচেয়ে বেশি।অনেক উদ্ভিদ ও জীব হারিয়ে গেছে বা হারিয়ে যেতে বসেছে। একইভাবে নদী, নালা, খাল, বিল, পুকুর বনাঞ্চলে থাকা অনেক প্রাণীর অস্তিত্ব সংকটে পরেছে সভ্যতার বিকাশে।সার্বিক এই পরিস্থিতির দিশা দেখাতে সূচনা হল “জন জীব বৈচিত্র্য” নামক একটি পুস্তক।শুক্রবার হুগলি জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের সভাকক্ষে বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সভাধিপতি মেহেবুব রহমান।জীববৈচিত্র্য সম্বলিত নথি প্রকাশিত হল পুস্তক আকারে।৩৪০ পাতার বাংলায় লেখা বইতে যে নথি রয়েছে তা কাজে লাগবে হুগলি জেলা নিয়ে গবেষনায়। বইটিতে স্থান পেয়েছে হুগলি জেলার ১৮ টা ব্লক, ২০৭ টা গ্রাম পঞ্চায়েত, এবং ১৩ টি পুরসভার জীববৈচিত্র্য সম্পর্কিত বিভিন্ন তথ্য। যেমন আগে অনেক ধরনের মাছ নদী কিংবা খালে পাওয়া যেত যা এখন আর দেখা যায় না। একইভাবে পৃথিবী থেকে অনেক প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তার ব্যাহত হচ্ছে।হারিয়ে যাচ্ছে নানান প্রাণী ও উদ্ভিদ এমনকি অণুজীবও।অর্থাৎ জীব বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে।প্রকৃতির ভাঁড়ার ক্রমেই ফুরোতে শুরু করেছে।জন জীববৈচিত্র সংক্রান্ত নথি পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য পর্ষদ, পরিবেশ দপ্তরের কারিগরী সহায়তায় তারকেশ্বর গ্রীণ মেটস এর সহযোগিতা নেওয়া হয় বই ছাপাতে। বই যাতে তথ্য নির্ভর ও সঠিক হয় তার জন্য ভূগোল ও জীববিদ্যার অধ্যাপক, প্রাণীবিদ ও বিভিন্ন এনজিওর সাহায্য নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের দপ্তর,সরকারী স্কুল কলেজ ও লাইব্রেরীতে এই বই থাকবে।
Views: 300