নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া- জয় শ্রী রাম না বলায় কষিয়ে চড় মোয়াজ্জেনের গালে। বুধবার ভোররাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার চকবাজার চৌমাথায়। আক্রান্ত ওই মোয়াজ্জেনের নাম মহঃ সুফিউদ্দিন(৫৪)। বাড়ি চকবাজার কাঠগোলা লেনে। তিনি চকবাজার মসজিদের মোয়াজ্জেন। বুধবার শুরু হয়েছে রোজা মাস। রোজার নামাজের জন্য এদিন ভোরেই তিনি সাইকেল নিয়ে মসজিদের দিকে রওনা দেন। ভোর সাড়ে তিনটে নাগাদ চকবাজার চৌমাথায় একটি বাইক তাঁর পথ আটকায়। বাইকে ছিলো তিন যুবক। এরপরই বয়স্ক ওই মোয়াজ্জেনকে “জয় শ্রী রাম” বলতে বলে বলে অভিযোগ। মোয়াজ্জেন না বলায় তাঁর গলায় কষিয়ে চড় বসায় এক যুবক। ঘটনায় তিনি সাইকেল থেকে পরে যান। এরপরই বাইক নিয়ে চম্পট দেয় তিন যুবক। ঘটনার পরই আতঙ্কিত হয়ে ওঠেন মোয়াজ্জেন। তিনি চুঁচুড়া থানায় এবিষয়ে লিখিত অভিযোগ জানান। ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় উঠেছে চুঁচুড়া শহরে।
Views: 19