নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া- কোভিড সচেতনতায় বেড়িয়ে মেজাজ হারালেন বিধায়ক,এক প্রৌঢ়কে চড় মারতে উদ্যত হলেন তিনিl হুগলির চুঁচুড়ার ১৫ নম্বর ওয়ার্ডের ঘটনাlঅভিযোগ সচেতনতায় বেড়িয়ে চায়ের দোকানে বসা এক প্রৌঢ় মাস্ক পরতে না চাওয়ায় রিতিমত চড় মারতে উদ্যত হলেন তিনি।সম্প্রতি ওই ওয়ার্ড কনটেনমেন্ট জোন হওয়ায় বৃহস্পতিবার সকালে সেখানে তৃণমূল কর্মীদের নিয়ে সাধারন মানুষকে সচেতন করতে পথে নামেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। করোনা নিয়ে মাইক প্রচারের পাশাপাশি যারা মাস্ক পরেনি তাঁদেরকে সচেতন করে মাস্ক পরিয়ে দিচ্ছিলেন বিধায়ক। হঠাৎই একটি চায়ের দোকানে ঢুকে তিনি মাস্ক পরাতে যান এক পৌঢ়কে। কিন্তু সেই বয়স্ক ব্যাক্তি মাস্ক না পরতে চাওয়ায় বিধায়ক মেজাজ হারিয়ে তাঁকে চড় মারতে উদ্যত হন। এই খবর জানাজানি হতেই বিধায়কের বিরুদ্ধে ময়দানে নেমেছে বিজেপি। বিজেপি নেতা সুরেশ সাউ বলেন এটাই বিধায়কের সংস্কৃতি। বিধায়ক অসিত মজুমদার জানান বিজেপি কি বলছে তাতে কিছু এসে যায় নাl অসভ্য, অসচেতন লোককে প্রয়োজনে ধমকাতে হবেl
Views: 575