নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর- তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যেই আসন্ন দুর্গাপূজোর উৎসবlএই পুজো নির্বিঘ্নে করার লক্ষ্যে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবং শ্রীরামপুর থানার সহযোগিতায় অনুষ্ঠিত হলো এক সমন্বয় সভাl মঙ্গলবার শ্রীরামপুর রবীন্দ্রভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর কমিশনারেটের কমিশনার অর্ণব ঘোষ, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুরের পুর প্রশাসক গৌরমোহন দে সহ পুলিশের অন্যান্য আধিকারিকরাl শ্রীমপুর থানা এলাকায় আয়োজিত পুজো কমিটি গুলি কোভিড বিধি মেনে কিভাবে পুজো করবেন সেই সমস্ত তথ্য যেমন তুলে ধরা হয় এই সভাতে একইভাবে জানানো হয় পূজোর আবেদনের পদ্ধতিl কমিশনার অর্ণব ঘোষ জানান সংক্রমণ এখনো নির্মূল হয়নি স্বাভাবিকভাবেই সংক্রমণ বিধির নিয়মে সকলকে পুজো করার আহ্বান জানানl একই বার্তা দেন বিধায়ক অরিন্দম গুইন এবং শ্রীরামপুরের পুর প্রশাসক গৌর মোহন দেl শ্রীরামপুর থানার আইসি দিব্যেন্দু দাস জানান সুষ্ঠু হবে পুজো পরিচালনায় পুজো কমিটি গুলিকে রকমের সহযোগিতা করবে শ্রীরামপুর থানার পুলিশl প্রশাসনের এই উদ্যোগে খুশি পুজো কমিটি গুলিl
Views: 886