নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া-পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের অভিনব প্রতিবাদ lহুগলীর চুঁচুড়ার আখনবাজার এলাকায়l চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভে শামিল হয় তৃণমূল কর্মীরাl রাস্তায় উনুন জ্বেলে রান্না করে প্রতিবাদের পাশাপাশি তৃণমূল কর্মীরা একটি মিছিল করেl বিধায়ক অসীত মজুমদার বলেন আচ্ছে দিনের নামে কেন্দ্র সরকার মানুষের রান্নাঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে একইভাবে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছেl প্রতিদিন লাগাতারভাবে গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে কেন্দ্র সরকার মানুষকে বাধ্য করছে গরুর গাড়ী, ঘোড়ার গাড়ী, পায়ে হাঁটার মতো ব্যবস্থার,অর্থাৎ দেশটাকে বিক্রি করতে চাইছেl এর বিরুদ্ধেই জনমত তৈরি করতে আমাদের এই আন্দোলনl তাঁর দাবী আগামী দিনে তাদের নেত্রী পথ দেখাবে দেশকে l যদিও বিজেপি নেতা স্বপন পাল জানান কেবলমাত্র কেন্দ্রের দিকে আঙ্গুল তুললেই হবে না পেট্রোপণ্যের উপর রাজ্য সরকারের নেওয়া করের পরিমান কমালে উপকৃত হবেন রাজ্যের মানুষ যা মুখ্যমন্ত্রীর সদিচ্ছায় হতে পারেl যদিও রাজ্য কিংবা কেন্দ্র সকলের কাছেই সাধারণ মানুষের দাবী অবিলম্বে বিষয়টি দেখা হোক l
Views: 175