নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া- ভোটযুদ্ধের কারণে বিগত বেশ কিছুদিন ব্যস্ত ছিল জেলা প্রশাসন,সেই ভোট মিটতেই করোনা সচেতনায় নেমে পড়লো হুগলী জেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় চুঁচুড়া ঘড়ির মোড় থেকে কোভিড বিধি মানার জন্য সাধারন মানুষকে সচেতন করেন সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলি, এসিপি ১ পলাশ ঢালি, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা। এদিন মাইক প্রচার তো ছিলোই পাশাপাশি ঘড়ির মোড়ের দোকানগুলিতে ঘুরে সাধারন মানুষকে সচেতন করেন। যে সমস্ত মানুষের মুখে মাস্ক নেই তাঁদেরকে দোকান থেকে মাস্ক সংগ্রহ করতে বলেন।একদিকে ক্রমশঃ উর্দ্ধমুখী করোনা সংক্রমণ অন্যদিকে ১লা বৈশাখ উপলক্ষে বাজারগুলিতে কেনাকাটায় ভিড় বেড়েছে সাধারণ মানুষের কিন্তু এদের মধ্যে অনেকেরই মুখে মাস্ক যেমন নেই তেমনই অভিযোগ করোনা দুরুত্ব বিধি মানা হচ্ছে না দোকানগুলিতে,তাই বাড়তি সতর্কতা হিসাবে জেলা প্রশাসনের এই উদ্যোগ।জেলা প্রশাসন সুত্রে জানা গেছে এবার থেকে নিয়মিত এই অভিযান চলবে।
Views: 40