নিজস্ব প্রতিনিধি,হুগলি-সোমবার বিকালের ঝড়,বৃষ্টির সাথে দফায় দফায় বজ্রপাতে মৃত্যু হল ৯ জনের। যার মধ্যে আরামবাগ মহকুমায় মৃত্যু হল ৫ জনের এবং বাকি জেলার অনান্য প্রান্তে আর ৪ জনের মৃত্যু হয়েছে,এদের মধ্যে রয়েছে এক দম্পতি। হুগলির খানাকুলের বালিপুরের দম্পতি হলেন হেমন্ত গুছাই,মালবিকা গুছাই।খানাকুলের জগন্নাথপুরে শিশির অধিকারী(৭০),গোবিন্দপুরে কানাই লহরী(৮০) এবং গোঘাটের নরসিংহবাটির আনন্দ রায়(৪৬)।অন্যদিকে হুগলির বাকি অংশে অর্থাৎ তারকেশ্বর থানার চাঁপাডাঙ্গা গ্রামের কৃষক সঞ্জীব সামন্ত(৪৩), নাইটা মালপাহাড়পুর গ্রামের কৃষক শৈল মালিক(৪০)। হরিপাল থানার দিলীপ ঘোষ(৫০) নামে এক কৃষক ও সিঙ্গুরের নসিবপুর গ্রামের সুস্মিতা কোলে(৩২) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। পাশাপাশি এই বজ্রপাতে আহত হয়েছে আর ৪ জন। আহতরা স্থানীয় হাসপাতালে ভর্তি।
Views: 3832