নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-কোভিড পরিস্থিতিতে কঠিন অবস্থায় দিন কাটাচ্ছে সমাজের একটা বড় অংশের অসহায় মানুষl তাদের পাশে থাকতে এগিয়ে এলো শ্রীরামপুরের ৮ নম্বর ওয়ার্ড কমিটিl রবিবার শ্রীরামপুরের বি পি দে স্ট্রীট লাগোয়া আড্ডি লেন এলাকায় বসেছিল বিনামূল্যে “খাদ্য সামগ্রীর” হাটl যার আনুষ্ঠানিক সূচনা করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়l এই এলাকার প্রায় দুই শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় প্রতিদিনের ব্যবহার্য খাদ্য সামগ্রীl যেখানে একদিকে ছিল মুদিখানার বেশ কিছু সামগ্রী, একইভাবে ছিল বিভিন্ন ধরনের কাঁচা সবজিl এই ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা শ্রীরামপুর পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য গৌরমোহন দে জানান আমরা মনে করি সকলেই আমাদের পরিবারের সদস্য, তাদের মুখে হাসি ফোটাতেই আমাদের এই উদ্যোগl অনুষ্ঠানে সাংসদ ছাড়াও ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ডা:সুদীপ্ত রায়, শ্রীরামপুর পুরসভার পুর প্রশাসক অমিয় মুখোপাধ্যায় সহ পুরসভার অধিকাংশ কো-অর্ডিনেটররাl ওয়ার্ড কমিটির এই উদ্যোগে খুশি স্থানীয়রাl
Views: 445