নিজস্ব প্রতিনিধি, শ্রীরামপুর-গঙ্গার ভাঙ্গনে বিপর্যস্ত শ্রীরামপুর পুরসভার গঙ্গা লাগোয়া বেশ কয়েকটি ওয়ার্ডl আজ সেই পরিস্থিতি খতিয়ে দেখলেন সেচ দপ্তরের এক প্রতিনিধি দললlতারা শ্রীরামপুরের ভাঙ্গন কবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেনl ইতিমধ্যেই শ্রীরামপুরের প্রাচীন কালী বাবুর শ্মশান ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে,এরপর সোমবার গঙ্গা লাগোয়া এক বহুতল আবাসনের একটি অংশ ভেঙে পড়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাl কারন গঙ্গা লাগোয়া এই বহুতলের নিচের অংশেতেও ক্ষতিগ্রস্ত হয়েছেlবাসিন্দাদের দাবী এই অবস্থায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে তারাl সেচ দপ্তরের আধিকারিক পার্থসারথি কোটাল জানান আমরা ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ ঘুরে দেখলাম l কিন্তু এই পরিস্থিতিতে কাজ করা সম্ভব নয় তবে আমরা চেষ্টা করছি দ্রুত ব্যবস্থা নেওয়ারl শ্রীরামপুর পুরসভার পুর প্রশাসক গৌরমোহন দে জানান শ্রীরামপুরের গঙ্গা লাগোয়া এক থেকে কুড়ি নম্বর ওয়ার্ডের বিভিন্ন অংশে ভাঙ্গনের প্রভাব পড়ছেl আমরা ইতিমধ্যেই উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি আশা করছি দ্রুত কাজ হবেl
Views: 1408