নিজস্ব প্রতিনিধি, কামারহাটি-বঙ্গে পঞ্চম দফার ভোট চলছেl এরই মধ্যে বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির খবরের মাঝেই এক মর্মান্তিক ঘটনার খবরlউত্তর ২৪ পরগনার কামারহাটি কেন্দ্রের ১০৭ নম্বর বুথে ভোট চলাকালীন মৃত্যু হল বিজেপির এক পোলিং এজেন্টরl মৃতের নাম অভিজিৎ সামন্ত। সে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের এজেন্টl স্থানীয় সূত্রে জানা যায় বুথের মধ্যে হঠাৎই সে অসুস্থ বোধ করতে থাকেন একইসাথে বমিও করতে থাকেন।তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।মেজর হার্ট অ্যাটাকে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন।উল্লেখ্য এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী হলেন মদন মিত্রl
Hits: 299
Spread the love