নিজস্ব প্রতিনিধি, শেওড়াফুলি-কোভিড পরিস্থিতিতে বিগত এক বছর ধরে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে চলেছে বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ড কমিটি।এবারে সেই কমিটির উদ্যোগে নতুনভাবে শুরু হলো “দুয়ারে রান্নাঘর” কর্মসূচি। রবিবার শেওড়াফুলি রাজবাড়ী মাঠে তারই আনুষ্ঠানিক সূচনা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কমিটির উদ্যোগে প্রতিদিন রান্না করা খাবার এলাকার সাড়ে তিনশো বাসিন্দাদের কাছে পৌঁছে দেবে কমিটির সদস্যরা, একই সাথে কোভিড আক্রান্ত পরিবারদের বাড়িতেও পৌঁছে দেওয়া হবে এই রান্না করা খাবার। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন। তিনিই বলেন দুর্যোগ কিংবা মহামারী সবেতেই আমাদের কর্মীরা কাজ করছে।১০ নম্বর ওয়ার্ডের কোঅডিনেটর তথা বৈদ্যবাটি পুর প্রশাসক কমিটির সদস্য সুবীর ঘোষ জানান বিগত এক বছরের বেশি সময় ধরে কোভিড পরিস্থিতিতে মানুষকে সচেতন করা, মাস্ক বিলি, এলাকায় নিয়মিতভাবে স্যানিটাইজেশনের কাজ করে আসছি, বর্তমান পরিস্থিতিতে নতুন এই প্রকল্পের মাধ্যমে এলাকাবাসীর পাশে দাঁড়াতেই আমাদের এই প্রচেষ্টা। ১০ নম্বর ওয়ার্ড কমিটির এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।
Views: 496